শিরোনাম
প্রচ্ছদ / বিনোদন / জেরিনের ঋণ স্বীকার

জেরিনের ঋণ স্বীকার

সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছেন জেরিন খান। ২০১০ সালে সালমানের সঙ্গে ‘বীর’-এ তার অভিষেক বেশ ভালোই ছিলো। এক বছর পর ‘রেডি’র মাধ্যমে অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন। এ কারণে নায়কের প্রতি ঋণ স্বীকার করেছেন জেরিন। সল্লুর নতুন নতুন ছবিতে কাজ করতে আগ্রহী এই নায়িকা।
বলিউডে নিজের জায়গার জন্য সালমানকে কৃতজ্ঞতা জানাতে চান কি-না এমন প্রশ্নের উত্তরে জেরিন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই, আমি এটা স্বীকার করি। সালমান খানের সাহায্য ছাড়া আমি আজ বলিউডে কাজ করতে পারতাম না। তিনি যদি আমাকে উৎসাহিত না করতেন তাহলে আমি কখনও অভিনেত্রী হওয়ার কথা ভাবতেও পারতাম না।’
সালমানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, “সালমানের সঙ্গে ‘দাবাং’-এর নতুন কিস্তিতে অভিনয় করতে চাই। আমার ইচ্ছে তার সঙ্গে যেন আরও কিছু নতুন ছবিতে অভিনয় করি।’
২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘হেট স্টোরি থ্রি’তে। জেরিন এখন ব্যস্ত আছেন সাই কবীরের ছবি ‘ডিভাইন লাভার্স’-এর কাজ নিয়ে।

পড়ে দেখুন

বান্দরবানের বন্ধ সকল পর্যটনকেন্দ্র: ক্ষতির মুখে ব্যবসায়ীরা

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ যেকোন সরকারি বন্ধে, পূজা ও ঈদের ছুটিতে পার্বত্য জেলা বান্দরবানের …