ট্রেনের ধাক্কায় বাস চুরমার
নগরীর বায়েজিদ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় বিআরটিসির একটি বাস চুরমার হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
সোমবার (১৬ মে) সকাল ১১টা ১০ মিনিটে দুর্ঘটনার পর দুপুরেই রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল ও টেলি কমিউনিকেশন কর্মকর্তা মো. সেলিম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) সাইফুল ইসলাম।
এ কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
‘পিডিবি শাটল’ নামের নাজিরহাটমুখী তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে ষোলশহর স্টেশনের আগে কর্ণফুলী সুপার মার্কেট ও শেখ ফরিদ মার্কেটের মাঝামাঝির ক্রসিংয়ে এলে বিআরটিসি বাসটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় বিবি মরিয়ম (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।