নতুন উপজেলা হচ্ছে কর্ণফুলী
ট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলা করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
সোমবার (০৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, কর্ণফুলী উপজেলায় এক লাখ ৭২ হাজার মানুষ বসবাস করেন। এর আগে দেশে ৪৮৯টি উপজেলা ছিল। কর্ণফুলী নতুন উপজেলা হলে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯০টি।