শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘ফেসবুক’র কাছে হারলো চীনের ‘ফেস বুক’

‘ফেসবুক’র কাছে হারলো চীনের ‘ফেস বুক’

ফেসবুক কাছে হারলো চীনেরফেস বুক

ব্র্যান্ড নেম ধরে রাখার লড়াই বা ট্রেডমার্ক যুদ্ধে চীনেরফেস বুকনামে একটি প্রতিষ্ঠানকে হারিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক

ঝংশান পার্ল রিভার নামে একটি কোম্পানির ব্র্যান্ড নেমফেস বুককরার আবেদন সম্প্রতি নাকচ করে দিয়েছেন বেইজিংয়ের আদালত। ওই আদালত সূত্রের বরাত দিয়ে সোমবার ( মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্য জানায়

সংবাদমাধ্যমে বলা হয়, ২০১৪ সালেফেস বুকনামটি ট্রেডমার্ক হিসেবে পেতে আবেদন করে ঝংশান পার্ল রিভার। দিনের জন্য নামটি ব্যবহারের অনুমতিও পেয়ে যায় কোম্পানিটি

তবে সম্প্রতি বেইজিংয়ের আদালত কোম্পানিটির সেই সুযোগ অবৈধ ঘোষণা করে। আদালত বিষয়টিকে নৈতিক মূলনীতির লঙ্ঘন বলেও রায়ে আখ্যা দেন

যদিও এই রায়ের পেছনে ফেসবুকের কোনো মামলা ছিলো কিনা তা জানাতে পারেনি সংবাদমাধ্যম

এর আগে, ট্রেডমার্ক যুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলেরআইফোনকে হারিয়ে দেয় বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান জিনটং টিয়ান্ডি। এই জয়ের ফলে জিনটং টিয়ান্ডি তাদের তৈরি পণ্যের ব্র্যান্ড নেম হিসেবেআইফোনব্যবহার করছে

চীনে অনেক আগে থেকেই বন্ধ রয়েছে ফেসবুক। তবে সম্প্রতি চীনে ফেসবুকের ওপর বেইজিংয়ের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে খবর ছড়ায়। এরই কিছুদিনের মধ্যে ট্রেডমার্ক যুদ্ধে জিতে গেল ফেসবুক

পড়ে দেখুন

শেষ মুহূর্তে ভারত সফর থেকে ‘বাদ’ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শেষ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ …