॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত কাল শুক্রবার বিকাল ৩ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পুলিশ সুপার ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখ্রুল আহ্সান পিএসসি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জসিম উদ্দিন, শম্পা রানী সাহা, অনির্বান চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, মোঃ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সফিকুর রহমান, মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী প্রমূখ। উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া বনাম, পটিয়া ফুটবল একাডেমী। খেলায় ট্রাইব্রেকারের ০৫-০৬ গোলে পটিয়া ফুটবল একাডেমী বিজয় লাভ করেন। উক্ত খেলায় সেরা খোলোয়াড় হিসাবে ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছেন, পটিয়া ফুটবল একাডেমীর ধিমান বড়–য়া। খেলায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বহাদুর বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলেই ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নতি হয়েছেন। লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের সুস্থ শরীর ও মনকে সতেজ রাখার জন্য ক্রীড়াঙ্গনের প্রতি আরো গুরুত্ব দিয়ে ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে একটি মডেল হিসাবে পরিণত করতে সকলের প্রতি আহবান জানান। আগামিকাল ২৮-০৫-২০১৬ইং শনিবার বিকাল ৩ টায় খেলায় অংশগ্রহণ করবেন, পতেঁঙ্গা যুব ফুটবল দল বনাম কক্সবাজার জেলা সদর ফুটবল একাদশ।