মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক/জনাব প্রদীপ কুমার দাশ, পিপিএম এর নেতৃত্বে এসআই/সজল কান্তি দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন বায়েজিদ বোস্তামী রোডের পলিটেকনিক্যাল মোড়ের পশ্চিম পার্শ্বে সালেহ আহমেদ সওদাগরের বাড়ীতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ মাদক স¤্রাট ১) মোঃ কামাল উদ্দিন লিটন (৩৮), পিতা-হাজী সালেহ আহমেদ, সাং-২নং বায়েজিদ বোস্তামী রোড, সালেহ আহমেদ সওদাগরের বাড়ী , থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম এবং ২) মোঃ এরশাদ (৩০), পিতা-মৃত আলী আহমেদ, সাং-জাফর কন্ট্রাক্টরের বাড়ী, মেয়র গলি, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার বিভিন্ন স্থান হতে পাইকারী দরে ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশি দামে খুচরা বিক্রি করে। উল্লেখ্য যে, আসামী মোঃ কামাল উদ্দিন লিটন ইতিপূর্বে র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং ডিবি পুলিশ কর্তৃক বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেশ কয়েকটি মামলা রুজু আছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলশী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।