শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / মাঠে আড়াই হাজার পুলিশ

মাঠে আড়াই হাজার পুলিশ

মাঠে আড়াই হাজার পুলিশ

মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায়কে কেন্দ্র করে বন্দরনগরীতে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।  জেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলোতেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করছে।

নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মির্জা সায়েম মাহমুদ  জানিয়েছেন, নগরীর অর্ধশতাধিক পয়েন্টে প্রায় দেড় হাজা অতিরিক্ত পুলিশ আছে।  টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।  বিভিন্ন এল‍াকায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

তবে নগরী ও জেলায় এখনও বিজিবি মোতায়েনের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এডিসি সায়েম।

এদিকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ডেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘিরেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী মো.আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজের আদেশ দিয়েছেন।  এর ফলে নিজামীর ফাঁসি কার্যকরে আর কোন বাধা থাকলনা বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলিরা।

পড়ে দেখুন

খাগড়াছড়িতে দিনব্যাপী গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদাম চাষের জন্য উপযোগী করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড —-চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও …