রাঙ্গুনিয়ার সব ইউনিয়ন আ’লীগের দখলে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়নের সবকটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। শনিবার (২৮ মে) দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে জানা গেছে, রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, দক্ষিণ রাজানগরে আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ইউনিয়নে মীর তৌহিদুল আলম কাঞ্চন, হোসনাবাদে মির্জা সেকান্দর হোসেন, পারুয়ায় জাহেদুর রহমান তালুকদার, সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পোমরায় কুতুব উদ্দিন চৌধুরী এবং বেতাগিতে নূর কুতুবুল আলম। বাকি চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।