রাজারহাটে দম্পতি মেলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিবন্ধনহীন অর্ধশত দম্পতির বিয়ে নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দম্পতি মেলা।
মঙ্গলবার (১৭ মে) রাজারহাট উপজেলা পরিষদ মিলনায়তনে দম্পতি মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
স্থানীয় উন্নয়ন সংগঠন সলিডারিটির আয়োজনে দম্পতি মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে কে পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক, ঘাসফুল নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কল্পনা বেগম, সলিডারিটির কার্যনির্বাহী সহ সভাপতি মধুসুদন পাল, উপজেলা ব্যবস্থাপক সাবেরা সুলতানা হ্যাপি প্রমুখ।
মেলায় আসা দম্পতিরা বিয়ে নিবন্ধনের পর একে অপরকে মাল্যদান করেন। পরে তারা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সবশেষে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।