রুনার জন্য আলমগীর, মিশার জন্য মৌসুমী
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর পুরস্কার বিতরণী মঞ্চে পাওয়া যায়নি দুই অঙ্গনের দুই বিজয়ী শিল্পীকে। তারা হলেন সংগীতশিল্পী রুনা লায়লা ও চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
বুধবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে বসেছিলো চলচ্চিত্রপ্রেমীদের মেলা। এদিন চলচ্চিত্রের বিভিন্ন শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানজনক এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা। বুধবারও এর ব্যতিক্রম ঘটেনি।
এবার শ্রেষ্ঠ গায়িকার (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। গুণী এই শিল্পীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট বুঝে নেন স্বামী অভিনেতা অালমগীর। অন্যদিকে সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছেন মিশা সওদাগর। ছেলের পড়াশোনার খাতিরে তিনি এখন আমেরিকায় অবস্থান করছেন। মিশার পুরস্কার বুঝে নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। পুরস্কার গ্রহণের জন্য জনপ্রিয় এই নায়িকাকে দু’বার মঞ্চে উঠতে হয়েছে। একবার নিজের জন্য, আরেকবার মিশার জন্য।
অন্যদিকে ‘মেঘমল্লার’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হয়েছেন প্রয়াত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। এই পুরস্কার গ্রহণ করেছেন তার ছোট ভাই।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর অনুষ্ঠানে আজীবন সন্মাননা পেয়েছেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম এবং অভিনেত্রী রাণী সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের তৈরী ১৫ গ্রাম ওজনের ট্রফি নগদ অর্থের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতউল্লাহ এমপি ও তথ্য সচিব মরতুজা আহমেদ।