লংগদুতে সেনাবাহিনীর অভিযানে
দুই চাঁদাবাজ আটক
॥ লংগদু প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে জোনের সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চাঁদাবাজ সন্দেহে দুই ব্যাক্তিকে আটক করেছে। এরা হলেন, শিমুল চাকমা (২২) অপরজন পুলক চাকমা(৩৫)।
সেনা জোন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল প্রায় দশটার সময় উপজেলার আটারকছড়া ইাউনিয়নের বামেছড়া এলাকায় চাঁদাবাজী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম আজম এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিক সহ সেনাবাহিনীর একটি টিম ঐএলাকায় অভিযান চালায়। এসময় সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি টেরপেয়ে একটি দোকান থেকে পালিয়ে যাওয়ার সময় শিমুল চাকমা ও পুলক চাকমাকে আটক করা হয়।
আটককৃতদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৩হাজার ৫শত ১১টাকা, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ১টি, চাঁদা আদায় বাবদ জিম্মি করা অন্যের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, চাঁদাবাজ আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে লংগদু থানায় চাঁদাবাজির মামলা করা হবে।