শিরোনাম
প্রচ্ছদ / বিনোদন / ‘সিক্রেট সুপারস্টার’ আমির

‘সিক্রেট সুপারস্টার’ আমির

‘সিক্রেট সুপারস্টার’ আমির

বছরে একটা ছবিতে কাজ করার নীতি ধরে রাখায় বেশি আলোচিত বলিউড সুপারস্টার আমির খান। চলতি বছরের শেষ ভাগে তাকে দেখা যাবে ‘দঙ্গল’-এ। এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন তিনি।

‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরের নতুন ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। তবে মূল নায়ক নন তিনি, আবার অতিথি চরিত্রও নয়। এটি সংগীত পরিচালকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র। গুজরাটের বারোদায় এর দৃশ্যায়ন শুরু হবে আগামী মাসে।

এ ছবির মাধ্যমে আমিরের ম্যানেজার অদ্বৈত চন্দনের পরিচালনায় অভিষেক হচ্ছে। এর গল্প একজন মা ও তার সন্তানকে কেন্দ্র করে। এ দুটি চরিত্রের অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি।

শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিলো ‘আজ ফির জিনে কি তামান্না হ্যায়’। পরে নাম বদলে হয়েছে ‘সিক্রেট সুপারস্টার’। এর সংগীত পরিচালনা করবেন অমিত ত্রিবেদি, গান লিখবেন কাওসার মুনির।

পড়ে দেখুন

বান্দরবানের বন্ধ সকল পর্যটনকেন্দ্র: ক্ষতির মুখে ব্যবসায়ীরা

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ যেকোন সরকারি বন্ধে, পূজা ও ঈদের ছুটিতে পার্বত্য জেলা বান্দরবানের …