সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন পতেঙ্গা’র চলমান জাইকা’র উন্নয়ন প্রকল্প পরিদর্শন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ১৩ মে ২০১৬ খ্রি. শুক্রবার সকালে জাইকা’র অর্থায়নে চলমান এয়ারপোর্ট রোড ও সীবীচ রোড এর উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ৪১ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ও পরিদর্শন করেন। পরে মেয়র জাইকা’র অর্থায়নে সিডিএ’র আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের ফিডার রোড-১ এ পরিদর্শন করেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে হেঁটে বেড়িবাঁধ পর্যন্ত প্রস্তাবিত ফিডার রোড ১ ও ২ পরিদর্শন করেন। মেয়রের ফিডার রোড পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তাদের উপযুক্ত ক্ষতিপূরন ও পূনর্বাসনের দাবী জানান। তারা বলেন, বাপ-দাদা’র ভিটে মাটি, ঘর-বাড়ী, দোকান-পাট উচ্ছেদ করে ফিডার রোড নির্মাণ করতে যাচ্ছে সিডিএ। এ উচ্ছেদের কারনে শত শত অধিবাসী সহায় সম্বল সব হারিয়ে পথে বসবে। যা অমানবিক ও জুলুমের সামিল। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ক্ষতিগ্রস্থ নাগরিকদের আকূতি ও দাবী সমূহ আন্তরিকতার সাথে শুনেন এবং এ বিষয়ে সিডিএ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে উপযুক্ত ক্ষতিপূরন ও স্থায়ী পূনর্বাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় সাবেক কমিশনার হাজী মোহাম্মদ আসলাম, পূনর্বাসন আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইউনুছ সওদাগর, ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফরিদুল আলম, সাবেক কাউন্সিলর আবদুল বারেক কোম্পানী, জাবেদুল ইসলাম শিপন, ইকবাল জাহাঙ্গীর, জাহিদ হোসেন, মুছা আলম, মো. জাফর, মো. আলাউদ্দিন, মো. রুবেল, হাসি মিয়া, ইউনুছ সওদাগর, সাহাব উদ্দিন, মো.শরিফ, আকতার হামিদ, রায়হান রানা, মো. সেলিম, মো. হারুন, মো.রফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্থ নাগরিকগণ উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031