চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ইকোপার্কের ভেতর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। সীতাকুণ্ড থানার এস আই সুজয় কুমার মহাজন জানান, আজ শনিবার বিকাল ৩টার দিকে ইকোপার্কের সপ্তধারা পয়েন্ট এলাকার বিপরীতে পাহাড়ের নিচের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় তার কাছে পার্কে ভ্রমণকারীদের বসার জন্য একটি বেঞ্চ রয়েছে। ওই বেঞ্চিতেই তরুণীকে শুক্রবার রাতের কোনো সময় খুন করা হয় বলে ধারণা পুলিশের। এস আই সুজয় বলেন, পার্কের লোকজন সকালে বসার বেঞ্চে রক্তের দাগ দেখতে পায়। তারপর তারা নিজেরাই খোঁজাখুঁজি করে। বিকালের দিকে নিচের জঙ্গলে লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। বিকাল ৩টায় জঙ্গলে পড়ে থাকা অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। সুজয় কুমার বলেন, নিহতের পরনে টিয়া রঙের সালোয়ার কামিজ ছিল। তার হাতে, গলায়, মাথায়, নাকে ও ঘাড়ে কোপের দাগ আছে। “প্রাথমিক ভাবে ধারণা করছি শুক্রবার বিকালে বা রাতের কোনো সময়ে এ হ্ত্যাকাণ্ড ঘটে। ওই বসার বেঞ্চেই খুনের পর লাশ নীচের জঙ্গলে ফেলে দেওয়া হয়”। ঘটনা স্থলটি ইকোপার্কের মূল ফটক থেকে প্রায় এক কিঃমিটার ভেতরে পাহাড়ের ওপর বলে জানায় পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় করা নিখোঁজ ডায়েরী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন জনের সহায়তায় নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এস আই সুজয় কুমার।