সুন্দরবনে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার ৪
সুন্দরবনে আগুন দেওয়ার এক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে শরণখোলা উপজলার বভিন্নি এলাকায় অভযিান চালেিয় তাদরে গ্রপ্তোর করা হয় বলে জানান শরনখোলা থানার ওসি মো. শাহ আলম ময়িা।
এরা হলনে, উপজলোর উত্তর রাজাপুর গ্রামরে মোসলমে হাওলাদাররে ছেেল রুস্তুম হাওলাদার (৫০), পশ্চমি রাজাপুর গ্রামরে আব্দুস সামাদরে ছেেল নজরুল ইসলাম (৩২), একই গ্রামরে সুলতান হাওলাদাররে ছেেল সোহলে হাওলাদার (২২) এবং জামাল হাওলাদাররে ছেেল ইসাহাক হাওলাদার (৫০)।
এনেিয় সুন্দরবনে আগুন দওেয়ার অভেিযাগে পাঁচজনকে গ্রপ্তোর করল পুলশি।
ওসি বলনে, ধানসাগর স্টশেনরে নাংলি ফরস্টে ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনায় গত ১৯ এপ্রলি স্টশেন র্কমর্কতা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা একটি মামলা করনে। ওই মামলায় এই চারজনকে গ্রপ্তোর করা হয়ছে।ে
গত এক মাসে সুন্দরবনরে ধনসাগর স্টশেনে চার বার আগুন লাগ।ে এ সব ঘটনায় বনবভিাগ বন আদালতে আরও দুটি মামলা করছে।ে