শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / হজযাত্রী নিবন্ধন শুরু

হজযাত্রী নিবন্ধন শুরু

সরকারি ও বেসরকারি ব্যাবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ৪৮৩টি এজেন্সির মাধ্যমে সোমবার (১৬ মে) থেকে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার (১৭ মে) থেকে অপারেশন শুরু করে হজ অফিস।
এর আগে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন শুরু হয় গত ২৩ জানুয়ারি। প্রাক-নিবন্ধন শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। তবে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ মে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, পাসপোর্টের তথ্য ও মাহারামের পরিচয় সম্পর্ক নিশ্চিতসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিতে যোগাযোগ করতে হবে।

পড়ে দেখুন

শেষ মুহূর্তে ভারত সফর থেকে ‘বাদ’ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শেষ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ …