সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় একমত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ
সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
এছাড়া বাংলাদেশের জঙ্গিরা আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে এসব কথা বলেন নিশা দেশাই। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এই বৈঠক।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নিশা দেশাই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।