শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩

অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ, গ্রেফতার ৩

বন্ড সুবিধায় আনা অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এসময় কাপড় ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ষোলশহরে রুবি গেইট এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
গ্রেফতার তিনজন হলেন, পণ্যের ক্রেতা মো. রাশেদ (৩৬), ব্রোকার মো. ফারুক (৩৩) ও কাভার্ড ভ্যান চালক মো. ইয়াসিন (২৮)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত গার্মেন্টস পণ্য আমদানি করে সিজার টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠান। তৈরি পণ্য রফতানির কথা থাকলেও তা না করে কাপড়গুলো টেরিবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
কাভার্ড ভ্যানে ১১৮টি কাপড়ের রোল পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানান ওসি মহসীন।

পড়ে দেখুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার —–পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

॥ বান্দরবান ॥ শিক্ষার কোন বিকল্প নেই,আর শিক্ষার উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ সরকার বলে …