বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববার (০৫ জুন) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। দেশের মধ্যে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এটা সারা বিশ্বব্যাপী হচ্ছে। আমাদের দেশেও বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটছে। রোববার সকালে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা করা হলো। এর তীব্র নিন্দা জানাই। একইবাবে দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
জাতীয় পার্টি বিরোধী দলে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে বলে দাবি তার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী