॥ নিজস্ব প্রতিবেদক ॥ খাগড়াছড়িতে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চার দিনব্যাপী এক মিনিটের চলচিত্র নির্মাণ কর্মশালা শেষ হয়েছে।
আজ শুক্রবার সকালে সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় খাগড়াছড়ি জেলার ২১ জন শিশু-কিশোর অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ পত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আবু দাউদ, সাংবাদিক এইচ এম প্রফুল্ল,জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আব্দুর গনি।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, শাহিনুর আলম শাহিন ,সকিল আহমেদ, মিজ রোয়ান সায়মা। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন,প্রশিক্ষনার্থী ডাচিংনু চৌধুরী ও নিগার মেহেরীন রিনি।