॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি থেকে॥ খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী বলেছেন, সকলের সমন্বিত প্রয়াস ছাড়া পুলিশের একার পক্ষে জঙ্গী চিহিৃত ও জঙ্গীবাদ দমন সম্ভব হবে না। তিনি বুধবার (১৫ জুন) সকালে জেলার হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় তিনি বলেন, সবাইকে সজাক থাকতে হবে। কোনো অপরিচিত লোকজন দেখলে পুলিশকে জানাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরের সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য,রাধা মাধব মন্দিরের সভাপতি স্বপন চন্দ্রদেবনাথ,ব্যাপ্টিষ্ট চার্চ ফেয়ারের সাধারণ সম্পাদক দামিনি ত্রিপুরা,নির্মল দেব,প্রদীপ কান্তি দে,তপন কুমার চক্রবর্তী,তাপস ত্রিপুরা,রতন কুমার দে,সুধাংশু বিকাশ চাকমা,চন্দন চৌধুরী,অনিল কান্তি চাকমা,তরুন জয় ত্রিপুরা,নিউটন মহাজন,কার্ত্তিক চন্দ্র পাল,নিঅং মারমা,উজ্জল দে,বিমল কান্তি দেব,রতন কুমার শীল,তমাল দাশ লিটন,উজ্জল কুমার ধর,সমর চক্রবর্তী ও বাদল কান্তি দে।