শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / চট্টগ্রাম বন্দরে ৬ কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি আটক

চট্টগ্রাম বন্দরে ৬ কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার সকালে বন্দরের ১ নম্বর ইয়ার্ড থেকে গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, মিথ্যা ঘোষণায় রেঞ্জ রোভার ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি আমদানি করেছেন এক যাত্রী। ২০১৩ মডেলের ৩০০০ সিসির গাড়ি আনার ঘোষণা দিয়ে ২০১৪ মডেলের ৫০০০ সিসির এই গাড়িটি আমদানি করা হয়। যার বাজারমূল্য ৬ কোটি টাকা।
এই গাড়িটি খালাস করে নিয়ে গেলে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হতো, রাজস্ব থেকে বঞ্চিত হতো সরকার। গোপন সংবাদের ভিত্তিতে এ বিলাসবহুল গাড়িটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, রিয়াজ মোহাম্মদ খান নামের এক যাত্রী ইউ ব্যাগেজে করে গাড়িটি এনেছেন। কিন্তু ওই যাত্রীকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …