॥ নিজস্ব প্রতিবেদক ॥ পূর্বপরিকল্পনা অনুযায়ী জনসংহতি সমিতি ষড়যন্ত্রমূলকভাবে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন পার্বত্য বাঙ্গালী সম অধিকার আন্দোলন ও সমমনা বাঙ্গালী সংগঠনগুলো। সম্প্রতি রাঙ্গামাটিতে জেএসএসের অবরোধের নামে পবিত্র রমজান মাসে জনসাধারনকে হয়রানী, জেএসএসের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, ও জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবীতে বুধবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য যুব ফ্রন্ট ও অন্যান্য বাঙ্গালী সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.শাহজাহান আলমের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, পার্বত্য যুব ফ্রন্টের উপদেষ্টা কেএম জালোয়া, রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সংগ্রাম পরিষদের আহবায়ক মো.জাহাঙ্গাীর আলম মুন্না, পার্বত্য পার্বত্য সম-অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর মোল্লা ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো.সাব্বিরসহ বাঙ্গালী সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বাঙ্গালী নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বরকল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জেএসএস সম্পূর্ন অযৌক্তিকভাবে ১৩ ও ১৪ জুন অবরোধের ডাক দিয়ে অবরোধের পরিবর্তে হরতালের চেয়ে ও কঠিন কর্মসূচী পালন করে, যা কোন গনতান্ত্রিক সংগঠনের কর্মসূচী হতে পারেনা। বক্তারা বলেন, অবরোধের নাম দিয়ে রাস্তায় জেএসএস স্বশস্ত্র সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে জনসাধারনকে অপদস্থ করে। ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক ও গণবিরোধী কর্মসূচী দিলে জনসাধারনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ঘোষণা দেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ১৩ ও ১৪ জুন অবরোধের পর জেএসএস আগামী ১৯.২০ ও২১ তারিখ যে অবরোধ কর্মসূচীর ঘোষণা দিয়েছে তা প্রত্যাহার করা না হলে রাজপথে থেকে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, মুসলমানদের ধর্মীয় পবিত্র মাহে রমজানে আহুত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএসের) ডাকা সড়ক ও নৌপথে অবরোধ ডাকায় জনসাধারণের কাছে বির্তকে পড়েছেন এই আঞ্চলিক দল জেএসএস। বক্তারা অভিযোগ করে বলেন, পবিত্র রমজান মাসে অবরোধ ডাকা মানে মুলমানদের ধর্মে প্রত্যক্ষ ভাবে আঘাত করা ছাড়া আর কিছুনা। জেএসএসের এহেন হটকারি মূলক সিদ্ধান্তকে রাঙ্গামাটিবাসী মেনে নেবেন না।
জেএসএসের নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৯জুন হতে ২১ জুনের অবরোধ প্রত্যাহার করে নিন। অন্যথায় ওই দিন রাস্তায় নামলে প্রতি উত্তর জবাব দেওয়া হবে। এই জন্য ওই দিনের ভয়াভহ পরিস্থিতির জন্য সন্তু লারমা ও তার সন্ত্রাসী বাহিনী জেএসএসকে এর দায়-ভার নিতে হবে।