শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / থাইল্যান্ডে বৌদ্ধমন্দিরের ফ্রিজে ৪০ বাঘের ছানার মৃতদেহ

থাইল্যান্ডে বৌদ্ধমন্দিরের ফ্রিজে ৪০ বাঘের ছানার মৃতদেহ

বন্যপ্রাণী পাচার ও নির্যাতনের অভিযোগের মধ্যেই সোমবার অভিযান চালানো হয় কাঞ্চনাবুড়ি প্রদেশের টাইগার টেম্পলে। সেখানেই ফ্রিজের ভেতরে মেলে ব্যাঘ্রশাবকগুলোর মৃতদেহ।
থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক বিভাগের মহাপরিচালক অ্যাডিসর্ন নাচদাম্রং জানিয়েছেন, মন্দিরের রান্নাঘরে একটি ফ্রিজের মধ্যে শাবকগুলোর মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল।
এরপরই পুলিশ ও বন কর্মকর্তারা মন্দিরটিতে খাঁচায় বন্দি ১৩৭টি বাঘ সরিয়ে নিতে শুরু করে।
বিবিসি জানিয়েছে, শুরুতে মন্দিরের ভিক্ষুরা বন্যপ্রাণী পাচার ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অভিযানে বাধা দিলেও পরে আদালতের আদেশ দেখালে তারা আর বাধা দেয়নি।
অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছবিতে দেখা গেছে, উদ্ধার করা শাবকগুলোর মৃতদেহ মেঝেতে সারি করে রাখা হয়েছে।
স্থানীয় খাওসোদ পত্রিকার এক প্রতিবেদক জানান, ফ্রিজে কনটেইনারের মধ্যে তিনি বিভিন্ন প্রাণীর অন্ত্র, একটি মৃত শুয়োর ও অন্যান্য প্রাণীর দেহের বিভিন্ন অংশ দেখেছেন।
কাঞ্চনাবুড়ির টাইগার টেম্পলটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। তবে পুলিশের অভিযানের পর থেকে মন্দিরটি বন্ধ রয়েছে।
মন্দিরটিতে আসা পর্যটকরা বাঘগুলোকে খাবার দিতে ও অর্থের বিনিময়ে এগুলোর সঙ্গে ছবি তুলতে পারতেন। যদিও সরকারিভাবে মন্দির কর্তৃপক্ষকে কোনো ধরনের অর্থ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
কয়েক বছর ধরেই দেশটির বন্যাপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ এখানে অভিযান চালানোর চেষ্টা করছে। কিন্তু ভিক্ষুদের বাধায় তা সফল হয়নি।

পড়ে দেখুন

শেষ মুহূর্তে ভারত সফর থেকে ‘বাদ’ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শেষ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ …