॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ দেশব্যাপী গুপ্ত হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, দেশবিদ্রোহীমূলক কর্মকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা আওয়ামীলীগের দু’ গ্র“পের পৃথক পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রোববার সকাল ১১ টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা আ’লীগের এক অংশ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: রইচ উদ্দিন, সহকারী কমান্ডার মো: মোস্তফা, সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ডা. হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সভাপতি মো: হারুন উর রশিদ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের এক অংশের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম সফি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম, জেলা মহিলা আ’লীগের যুগ্ন সম্পাদিকা শাহিনা আক্তার, জেলা শ্রমিকলীগের আহব্ায়ক মো: নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন ফিরোজসহ জেলা আ’লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জেলা আ’লীগের দু’গ্র“পের এক অংশের আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা নেতৃত্বে জেলা আ’লীগের সকল সংগঠনের উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বরে রোববার বিকাল ৩ টার দিকে দেশজুড়ে বিএনপি’র জামায়াতের গুপ্ত হত্যা সন্ত্রাস, নৈরাজ্য ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধূরী, সহ-সভাপতি মো: মনির হোসেন খান, সাধারণ সম্পাদক নির্মল লেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য এম এ জব্বার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের নেতা শানে আলম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একে এম ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় জেলা আ’লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।