শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / বান্দরবানে আ’লীগ নেতা মংপু মারমার মুক্তির দাবিতে মানববন্ধন

বান্দরবানে আ’লীগ নেতা মংপু মারমার মুক্তির দাবিতে মানববন্ধন

॥ সেলিম আহমেদ চৌধুরী, বান্দরবান ॥ বান্দরবানের জামছড়ি থেকে অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমার মুক্তির দাবিতে আবারো মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। মানববন্ধনে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও গুম-খুনের জন্যে দায়ী করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার জন্যে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে বান্দরবানের রাজবিলা ইউনিয়নের জামছড়ি থেকে অস্ত্রের মুখে মংপু মারমাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার আট দিন পার হয়ে গেলেও আজও তার কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনার জন্যে জনসংহতি সমিতিকে দায়ী করে আসছে আওয়ামী লীগ।

পড়ে দেখুন

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ১০জন গ্রেফতার, বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তর্বতী বিভিন্ন দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “ …