শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে গণসংযোগে সা চিং প্রু জেরী

বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে গণসংযোগে সা চিং প্রু জেরী

॥ বান্দরবান প্রতিনিধি ॥ আসন্ন বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ও আলী কদম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিএনপির প্রার্থীদের পক্ষে গনসংযোগে নেমেছে বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাজপূত্র সাচিং প্রু জেরী। বৃহস্পিতিবার বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী জেলা বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ ও জাতীয়তাবাদী দল বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কমীদের নিয়ে২নং কুহালং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়াম্যান প্রার্থী নুমংপ্রু মার্মা এর পথ সভায় গণসংযোগ করেন। নির্বাচনী এলাকা ভরাখালী, পুলু পাড়া, মুসলিম পাড়া, লাঙ্গির চর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে চেয়াম্যান পদপ্রার্থী নুমং প্রু মার্মার সাথে গনসংযোগে অংশ নেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী আব্দুস শুককুর, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আবুল হাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ক্য হ্লা উ মার্মা, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ছিদ্দিকী,জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ জিয়া উদ্দীন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ আলাউদ্দীন আলো, থানা ছাত্র দলের সভাপতি আশরাফুল আলম ফরহাদ,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জিয়া উর রহমান, পৌর বিএনপির মোঃ জসিম উদ্দীন, মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক (জিহাদ) প্রমুখ। পরিবর্তনের প্রত্যাশায় উন্নয়নের অঙ্গীকারে যুব সমাজের অহংকার তারুণ্যের প্রতীক,অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর, গরীব-দুখী ুেুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুমহনতী মানুষের পরম বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলমত নির্বিশেষে এলাকার সর্বস্থরের মনোনীত চেয়াম্যান পদপ্রার্থী নুমংপ্রু মার্মা নির্বাচনে বিজয়র লাভ করার আশাবাদী। তিনি নির্বাচনী এলাকার ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপ্রায় ৮ শতাধিক নারী-পুরুষ ভোটারদের সঙ্গে নিয়ে ণসংযোগ শুরু করেন। এলাকার প্রতিটি বাড়ীতে, দোকানে, অফিসে প্রতিটি জায়গায় গিয়ে এলাকার মানুষের খবরা খবর নিচ্ছেন। নানা সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করছেন।
একান্ত সাক্ষাৎকালে তিনি জানান, আমি গরীব-শ্রমিক মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ও তাদের সেবা করার জন্য এই নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করচ্ছি। আমি দীর্ঘদিন যাবত স্থায়ী ভাবে ২নং কুহালং ইউনিয়নে বসবাস করে আসছি। বিগত দিনে আমি একালকার উন্নয়নে কাজ করে এসেছি,আগামীতে একালাকর আরো ব্যাপক উন্নয়নের জন্য কাজ করে যাবো। আশা করি আমার ২নং কুহালং নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আগামী ৪ জুন গণতন্ত্রের প্রতীক ধানের শীষ মার্কায় মার্কায় তাদের মূল্যবান ভোট বা রায় দিয়ে আমাকে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। আসন্ন বান্দরবান পৌর নির্বাচনে সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কায় ভোট প্রাপ্তির ও নির্বাচনে বিজয় লাভ করার আশা রাখি। আমি সকলের নিকট দোয়া- ও আর্শীবাদ প্রার্থী।

পড়ে দেখুন

পার্বত্য তিন জেলার পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোতে শিগগিরই এপিবিএন মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক :: রাঙামাটি: পার্বত্য তিন জেলার পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোতে শিগগিরই এপিবিএন মোতায়েন করার ঘোষণা …