॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে প্রায় ৪কোটি টাকা ব্যায়ে টংকাকতী-বার আউলিয়া সড়কের ১৪কিলোমিটর সড়কের ওভারলে কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক ওভারলে কাজের উদ্বোধন করেন।
শনিবার সকালে সড়কের ওভারলেপ উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চাকমা, বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী আশীষ মুখার্জী প্রমুখ। টংকাবতী-বার আউলিয়া সড়কটি ওভারলের মাধ্যমে এই এলাকার জনগনের যোগোযোগ ব্যবস্থার আরো উন্নয়ন হবে।
অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর অবশেষে বান্দরবান-কেরানীহাট ও টংকাবতী-বার আউলিয়া সড়কটি ওভারলের কাজ শুরু করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে।
এসময় সড়কের ওভারলে উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন প্রতিটি এলাকায় যাতায়াত সম্ভব হচ্ছে। বর্তমান সরকারের আমলেই জেলার বিভিন্ন সড়কের আরো উন্নয়ন করা হবে বলে ও এসময় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ১৭ কোটি টাকা ব্যায়ে গত ১২ মার্চ বান্দরবান-কেরানীহাট সড়কের ওভারলে কাজ শুরু হয় আর আজ সকালে প্রতিমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ৪ কোটি টাকা ব্যায়ে টংকাবতী -বার আউলিয়া সড়ককের ওভারলে কাজ শুরু হয়।