শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতের চার রাজ্যে বজ্রপাতে ৯৩ জনের মৃত্যু

ভারতের চার রাজ্যে বজ্রপাতে ৯৩ জনের মৃত্যু

ভারতের চার প্রদেশে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাতে কমপক্ষে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
নিহতদের মধ্যে বেশির ভাগই খামারে কাজ করা অবস্থায় মারা যান বলে বৃহস্পতিবার (২৩ জুন) জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে বিহারে। আর বাকি ৩৭ জন মারা গেছেন তিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডে।
বিহার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
২১ জুন সন্ধ্যা থেকে বিহারসহ এসব রাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। আর ভারতে বর্ষা মৌসুমে প্রায়ই মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে।

পড়ে দেখুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :: ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সিইউজে …