সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৬ জুন) বিশেষ ফ্লাইটে মদীনা গেছেন। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ছাড়াও মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন তিনি।
সকাল ১১ টায় জেদ্দা থেকে মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মদীনার গভর্নর।
সেখান থেকে সরাসরি মদীনার হিলটন হোটেলে যান তিনি। এরপর মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন। সেখানে আসর, মাগরিব ও তারাবির নামাজও আদায় করবেন শেখ হাসিনা।
এরপর মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতে যাবেন তিনি।
এর আগে গত ০৩ জুন, শুক্রবার বিকেল সোয়া ৪ টায় সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি এ সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
সফরকালে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দ্বি-পক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে সৌদি সহযোগিতা বাড়ারো এবং হজ ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (০৭ জুন) সৌদি সময় সকাল সাড়ে ১০টায় মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা ককরবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তার ঢাকা পৌঁছানোর কথা।