পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো.কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।
শনিবার (১১ জুন) রাতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেন সিএমপি কমিশনার।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোকতার আহমেদ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।
এর আগে শনিবার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।