॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড পরিচালনা কমিটির ৪র্ত সভা সোমবার রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বের্ডের প্রধাণ কার্যালয়ের বোর্ড কনফারেন্স রুমে অনুষ্ঠিতহয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বোর্ড সভায় সভাপতিত্ব করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বিএম নাছিরুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সদস্য মোঃ শাহিনুল ইসলাম সহ বোর্ডের সার্বক্ষনিক সদস্য গন, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক গন সহ বোর্ড কমিটির অন্যান্য সদস্য গণ সভায় উপস্থিত ছিলেন।
বোর্ড সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী অর্থ বছরের সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের বিষয়ে রুপরেখা নিরুপন করা হয়। বোর্ড সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলমন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেল স্থাপন এবং মিশ্র ফল চাষের দুটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।