রুমায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

॥ শৈহ্লাচিং মারমা, রুমা ॥ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার (১৮জুন) থেকে শুরু হয়েছে।
জতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) আয়েজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী।
তিনি বলেন গ্রাম পুলিশের এলাকায় যাতে চুরি ও ডাকাতি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আইনশৃঙ্খলা বিরোধী কোনো কার্যকলাপ হবার আশঙ্কা দেখা গেলে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানাতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য সবসময় গ্রাম পুলিশদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী।
এসময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক কামরুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মোঃ মোস্তাফিজুর রহমান, রুমা থানার পরিদর্শক(এসআই) মোহাম্মদ মিজান।
ইউনিয়ন পরিষদে দফাদার, মহল্লাদার ও গ্রাম পুলিশ বাহিনীর আচরণ ও শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ের উপর প্রশিক্ষণ হয়। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ ছাড়াও গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা হয়েছে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930