শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / শেষ মুহুর্তে বান্দরবানে জমে উঠেছে ঈদ বাজার

শেষ মুহুর্তে বান্দরবানে জমে উঠেছে ঈদ বাজার

॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলোতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের আর মাত্র ৮ দিন বাকী। বছর শেষে ঘুরে এলো পবিত্র ঈদুল ফিতর (ঈদ)। ধনী, গরিব কোন ভেদাভেদ নেই। পরিবারের সদস্যদের সাধ্যমত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-ব্যবসায়ীরা। বান্দরবানে এবার কালেকশন ভাল, তাই যারা জেলার বাইরে থেকে ঈদের কেনা-কাটা করতেন তারা এবার ভীড় করেছেন শহরের বিপনী গুলোতে।
সোমবার সরজমিনে শহরের চৌধুরী মাকেট, কে এস প্র“ মাকেট, ২নংগলি, বালাঘাটা বাজার, ঝুমুর মাকেট, হকহিল টাওয়ার, পৌর শফিং মাকেটসহ বিভিন্ন বিপনী বিতানে ঘুরে লক্ষ্য করা গেছে, বড় দোকান গুলোর চেয়ে ফুটপাতের দোকান গুলোতে বেচাবিক্রি বেশী হচ্ছে। মধ্যবিত্ত থেকে শুরু করে নি¤œবিত্তের সকল মানুষ ফুটপাতে দোকান গুলোর দিকে ঝুঁকে পড়েছেন।
ক্রেতারা মনে করেছেন, ফুটপাতে সস্তা এবং ক্রয় ক্ষমতার ভীতরে থাকায় তারা ঐসব দোকানে ভীড় করছেন। তবে ব্যবসায়ীরা ঐ সুযোগকে কাজে লাগিয়ে দ্বিগুন-তিনগুন চড়া দামে বিক্রি করছেন কাপড়। এছাড়াও নারীদের অধিক ভীড় লক্ষ্য করা যায় কসমেটিক্স এর দোকান গুলোতে।
অপর দিকে কে এস প্র“ মাকেটের কাপড় ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, এতদিন টুকিটাকি বিক্রি হলেও শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতারা তাদের পছন্দসই কাপড় কিনতে পারায় তারাও খুশি। অপর কসমেটিক্স ব্যবসায়ী আবু ছালেহ চৌধুরী বলেন, সারা বছর তাদের দোকান গুলোতে স্বাভাবিক বেচাবিক্রি হলেও ঈদের বেচাবিক্রি অনেকটাই বেশী। প্রায় সারারাত দোকান খোলা রেখে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

পড়ে দেখুন

পার্বত্য তিন জেলার পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোতে শিগগিরই এপিবিএন মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক :: রাঙামাটি: পার্বত্য তিন জেলার পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোতে শিগগিরই এপিবিএন মোতায়েন করার ঘোষণা …