সন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২২ জুন (বুধবার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। বুধবার (১৫ জুন) রাজধানীর রেল ভবনে দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মো. মুজিবুল হক বলেন, যাত্রীদের সুবিধার্থে আগামী ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। যা চলবে ২৬ জুন পর্যন্ত। তিনি জানান, ২২ জুন দেওয়া হবে ১ জুলাই অগ্রিম টিকিট। আর ২৩ জুন ২ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ‘২৪ জুন দেওয়া হবে ৩ জুলাইয়ের, আর ৪ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ২৫ জুন। ২৬ জুন পাওয়া যাবে ৫ জুলাইয়ের অগ্রিম টিকেট।’ রেলমন্ত্রী বলেন, ঈদের পর যাত্রীদের জন্য ফিরতি টিকিট বিক্রি হবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুজিবুল হক বলেন, এবার ঈদে ট্রেনের সিডিউল বিপর্যয় যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘ঈদের পূর্বে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করা হচ্ছে। তাছাড়া ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চাদপুর, পার্বতীপুর ও খুলনা রুটে।’ যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদারেও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।