আলীকদম পরিদর্শনে বান্দরবানের নবাগত ব্রিগেডিয়ার জেনারেল

॥ লামা সংবাদদাতা ॥ বান্দরবানে নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি আলীকদম সেনা জোন এলাকা পরিদর্শন করেছেন। ২৪ জুলাই রবিবার বেলা ১২টায় রিজিয়ন কমান্ডার এর আগমন উপলক্ষে আলীকদম জোনে লামা-আলীকদমের স্থানীয় সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. সারোয়ার হোসেন, পিএসসি এর আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, লামা ইউএনও খালেদ মাহমুদ, আলীকদম ইউএনও মো. আল আমিন, লামা সরকারী মাতামুহুরী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ লামা মো. ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ আলীকদম আপ্পেলা রাজু নাহা, সহ জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দ, সরকারী ও বেসরকারী কর্মকর্তারা। উপস্থিতিদের সাথে পরিচয় শেষে সকলের প্রদত্ত বক্তব্য শুনেন নবাগত রিজিয়ন কমান্ডার। বক্ততারা বর্তমান সময়ে জনমনে জঙ্গীবাদ নিয়ে তাদের আতংকের কথা জানান প্রধান অতিথিকে। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবহিনীর ভূমিকার প্রশংসা করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি তার বক্তব্যে বলেন, আমরা জনগণের পরিপূরক। আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করলে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবহিনী। স্থানীয়রা সহায়তা করলে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিগত দিনের মত সুন্দর রাখতে আমরা সক্ষম হব। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমাদের সহায়তা সব সময় থাকবে এই এলাকার লোকজনের জন্য। বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031