‘কৌশল নির্ধারিত, লক্ষ্যমাত্রা অর্জিত হবেই’

রাজস্ব আহরণের কৌশল নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী এ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত হবেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

শুক্রবার (০১ জুলাই) এনবিআরের সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব সংগ্রহের কৌশল নির্ধারণী বোর্ড সভায় তিনি এ কথা জানান।

সভায় চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে ৯টি সিদ্ধান্ত গৃহীত হয়। এতে এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ২১২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদায়ী অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার ১ লাখ ৫০ হাজার কোটি টাকার বিপরীতে ১ লাখ ৫৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা আদায় হয়েছে। পরপর দুই অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রার অতিরিক্ত আদায় হয়।

সভায় অর্থ আইন-২০১৬ জাতীয় সংসদে বিবেচনাকালে যে সব কর প্রস্তাব সংশোধিত হয়েছে, সে বিষয়ে গৃহীত ব্যবস্থাদি বিষয়ে পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

কর প্রস্তাবের সব বিষয় আয়কর, শুল্ক ও ভ্যাট অনুবিভাগের কমিশনারদের মাধ্যমে মাঠ পর্যায়ের সব কার্যালয়কে অবহিত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ, সব চেম্বার ও ঢাকার বাইরের বিভিন্ন পর্যায়ের সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠ পার্টনারশিপ গড়ার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

এ অর্থবছরের ‘রাজস্ব সংগ্রহে সব অংশীজনের ভূমিকা’-এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সংলাপ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১ জুলাই ২০১৭ থেকে ভ্যাট আইন বাস্তবায়িত হতে পারে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পাদন, পরামর্শমূলক সভা ও অনুষ্ঠানের পরিকল্পনা করার সিদ্ধান্ত হয়।

রাজস্ব সংগ্রহ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে এনবিআর থেকে সব কমিশনারেটের কার্যক্রম ও কমিশনারদের পক্ষ থেকে অধিনস্ত কার্যালয় সমূহের কার্যক্রম মনিটরিং করার নির্দেশ দেন চেয়ারম্যান।

অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতি দু’মাস পরপর রাজস্ব সংগ্রহের গতি প্রকৃতি পর্যালোচনা ও মূল্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ মূল্যায়ন ও পর্যালোচনা সভা আগামী আগস্ট, অক্টোবর, ডিসেম্বর ও ২০১৭ সালের ফেব্রুয়ারি, এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে।

সভায় ২০১৬-১৭ অর্থবছরের মাঠ পর্যায়ের সব কমিশনারের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রাজস্ব সংগ্রহে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এনবিআর নিয়ন্ত্রিত দু’টি প্রশিক্ষণ একাডেমির মান উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সব পর্যায়ের করদাতা সেবার মান উন্নয়নসহ নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।

প্রশিক্ষণ একাডেমির মান বৃদ্ধির জন্য প্রথমবারের মতো বিসিএস কর একাডেমি ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট একাডেমির আলাদা পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত হয়।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031