খাগড়াছড়ি ॥ ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মাটিরাঙ্গা খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ‘র সূচনা করা হয়।
নানা রঙয়ের ব্যানার ও ফেস্টুন সহযোগে র্যালিটি খাগড়াছড়ি জেলার প্রাণ কেন্দ্র চেঙ্গী স্কোয়ার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুড়ে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ গিয়ে র্যালীটি সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য বিভাগের আহবায়ক পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান. জেলা পুলিশ সুপার মোঃ মজিদ আলী (পিবিএম সেবা) সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চমণি চাকমা,সদর উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকতা মোহাম্মদ মানিক মিঞা প্রমুখ। পার্বত্য জেলা পরিষদ পার্কে পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি বক্তব্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে নতুন নতুন লেক সৃষ্টির মাধ্যমে সকলকে মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যতœবান হলে মৎস উৎপাদনে বাংলাদেশ অনেক দুর এগিয়ে যাবে। এজন্য তিনি বাড়িরে পাশের পরিত্যক্ত পুকুর ও লেক সংস্কারের মাধ্যমে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মৎস্য সেক্টরে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।