সোমবার দুপুরে নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহিদুল আজাদ আগামী ২৩ অগাস্ট খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বলে মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান।
২০১৫ সালের ২৪ ডিসেম্বর কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী ফারুকীর ছেলে মো. রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে এ মামলা করেন।
গত বছরের ২১ ডিসেম্বর ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা বলেন, “স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়; কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বির্তক আছে।”
একই বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন “তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি।”
এ বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা হয়।