‘নিরপেক্ষ নয়, জনগণের পক্ষে’ এ শ্লোগানকে সামনে রেখে বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে আলোচনা সভার সুচনা করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
নিউজ ২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র পরিচালনায় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা মোঃ এস এম জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক রাঙ্গামাটি সম্পাদক ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মোস্তফা কামাল, বাংলাভিশন রাঙ্গামাটি প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি জানালিষ্ট নেটওর্য়াকের সভাপতি শান্তিময় চাকমাসহ রাঙ্গামাটি কর্মরত প্রিন্ট মিডিয়া ও টেলিভিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, পার্বত্যাঞ্চলে সমস্যা, উন্নয়ন, সম্প্রীতি ও জনস্বার্থতে কাজ করবে নিউজ২৪। এ টিভি চ্যানেল পাহাড়ের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠী সম্প্রদায়ের সুখ, দুঃখ বাস্তব চিত্র তুলে ধরবে। একই সাথে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রাঙ্গামাটির প্রথম নারী সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশায় পাহাড়ের বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশ করে নিজের কর্ম দক্ষতার পরিচয় দিয়েছে। জনগণের কল্যাণে কাজ করেছেন। আগামীতেও নিউজ২৪ কে সাথে নিয়ে রাঙ্গামাটিকে সমৃদ্ধশালী করতে আরও বেশী ভূমিকা পালনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে রাঙ্গামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে নিউজ২৪ এর যাত্রা শুরু উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে নিউজ২৪ আনুষ্ঠানিক যাত্রাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা ইসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনা।