২৭ জুলাই ২০১৬ইং বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বনপা’র অস্থায়ী কার্যালয়ে ঈদ পববর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইন পত্রিকা নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় এবং বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নাতী এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ গঠনে সজিব ওয়াজেদ জয়ের ভূমিকার প্রসংশা করেন। বক্তারা বলেন, সবিজ ওয়াজেদ জয়ের জন্মটাই যথার্থ, যার কল্যানে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি। জয়ের হাতকে আরো শক্তিশালি করেছে কেন্দ্রীয় বনপা’র সম্মানীত উপদেষ্টা প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। উভয়েই ডিজিটাল বাংলাদেশের অগ্রদুত। সভায় সভাপতিত্ব করেন, বনপা চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও গিরিদর্পণ ডট কমের নির্বাহী সম্পাদক এম.কে. মোমিন, সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন ওয়ার্ল্ড টাইস২৪ এর সম্পাদক প্রফেসর সামসাদ সাত্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অনলাইন বার্তার নির্বাহী সম্পাদক মীর মেজবাহ আহমেদ, আজকের সত্য সংবাদ২৪ ও মুক্তখবর২৪ এর সম্পাদক হারুন-অর-রশিদ, আর্থনিউজ২৪ এর সম্পাদক ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল, কর্ণফুলী নিউজের সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সমন্বয় নিউজের সহযোগী সম্পাদক শামশুল করিম লাভলু প্রমুখ।
![](https://samonnoynews24.com/wp-content/uploads/2025/01/Pic-22-02-2025-1.jpg)