॥ রাহুল বড়–য়া ছোটন, রুমা থেকে ফিরে ॥ বান্দরবানের রুমা উপজেলার রুমা সাংগু কলেজকে জাতীয়করণ করায় রুমা সাংগু কলেজ ও রুমাবাসীর যৌথ আয়োজনে সোমবার সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদে বিজয়‘৭১ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। এসময় র্যালীটি রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে রুমা সদর ইউপি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে কলেজের প্রভাষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম। উপজেলা চেয়ারম্যান ও রুমা সাংগু কলেজ প্রতিষ্ঠাতা সদস্য অংথোয়াইচিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যন্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর প্রতিনিধি উহ্লাচিং মারমা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উলামং মারমাসহ প্রমূখ। এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, রুমা সাংগু কলেজকে জাতীয়করণ হওয়ায় কলেজের তহবিল নিয়ে আমাদের আর চিন্তা করতে হবেনা। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর আন্তরিকতা আছে বলেই এ রুমা সাংগু কলেজটি জাতীয়করণ হয়েছে। এ কলেজটি জাতীয়করণের আন্তরিক উদ্যোগী ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদর উশৈসিং এমপি। ছেলে মেয়েরা এখন থেকে নিজ ঘরের পাশে কলেজে লেখা পড়া করতে পারবে এটা একটা রুমাবাসীর জন্য বড় সুযোগ। তিনি আরো বলেন, ২০০০ সালে আওয়ামী লীগ সরকার আমলে এ রুমা সাংগু কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে বিএনপি এসে কলেজটি বন্ধ করে দেয়। পরে আওয়ামী লীগ সরকার এসে প্রধানমন্ত্রীর এক ঘোষণায় ২০১৩ সালে আবার কলেজটি চালু করা হয়। এখন রুমা সাংগু কলেজটি জাতীয়করণ করা হয়েছে। এটার জন্য দেশের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রতি রুমাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি সরকার দেশের বিভিন্ন কলেজের ন্যায় তিন পার্বত্য জেলায় ১৪টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়। আর এর মধ্যে বান্দরবান পার্বত্য জেলায় জাতীয়করণের ঘোষণাকৃত তিনটি কলেজের মধ্যে রুমা সাংগু কলেজ একটি। এসব বেসরকারি কলেজ এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।