॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্থানীয় আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের উত্তর দিকে আনুমানিক ২শগজ পিছনে এহত্যা কান্ড ঘটে। নিহত ব্যাক্তির নাম মং শৈ লু মারমা (৫০)। তিনি ধাবন খালী পাড়ার বাসিন্দা এবং বাইশারী সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, মং শৈ লু মারমা রাত ১০টার দিকে বাইশারী বাজার থেকে তার নিজ বাড়ি ধাবন খালী পাড়ায় যাওয়ার সময় বাইশারী ইউনিয়ন পরিষদের আনুমানিক ২শগজ পিছনে শ্বশান খোলা এলাকায় গেলে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এব্যাপারে বাইশারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়না তদন্ত না করে মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা যাবেনা।