বান্দরবানে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান র্শীষক কর্মশালা

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান র্শীষক কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামের আহবান র্শীষক কর্মশালায় বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান র্শীষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন সুন্নার যুক্তি দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় র্কাযনিার্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন,ইসলামে সন্ত্রাস-জঙ্গবাদ-বোমাবাজদের কোন স্থান নেই,ইসলামে সন্ত্রাসী-জঙ্গবাদীদের কোন স্থান নেই। যারা এই কাজ গুলো করে ইসলামের শুত্রু,তারা কখনো মুসুলমানদের কল্যাণ কামনা করে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। এই স্বাধীন বাংলাদেশে কিছু বিপদগামী মানুষ ইসলামের অপব্যাখ্যা দিয়ে কিছু যুবককে সন্ত্রাস জঙ্গীবাদের দিকে ধাবিত করছে,যা আমাদের বাংলাদেশের জন্য শুভ নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া প্রতিষ্ঠান এই ইসলামিক ফাউন্ডেশন। তিনি আরো বহু উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। আজ এই প্রতিষ্ঠানটিও সন্ত্রাস মোকাবেলাই বড় ধরণের ভূমিকা রাখতে পারে। ইসলামের আহবান র্শীষক কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন,বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। র্শীষক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান জেলা ওলামালীগের সভাপতি মাওলানা ইউসুফ মুনিরী, নোমান আলমগীর, জাকির হোসাইন, মোসলেহ উদ্দীন। র্শীষক কর্মশালায় বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলার উপজেলা সুপারভাইজার মাওলানা মোঃ আবু তালেব মঈনী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সবুজ,অফিস সহকারী মোঃ মাহফুজ,সাংবাদিক মোহাম্মদ আলী,ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃআব্দুল আলিম,মোঃ সেলিম,বান্দরবানের ৭ উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ এবং সকল স্থরের জনসাধারণ সতেসর্ফুত ভাবে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান র্শীষক কর্মশালায় অংশগ্রহণ করে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন,ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলাম শান্তির র্ধম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা,আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান আহরণ,অনুধাবন করা খূব প্রয়োজন। বঙ্গবন্ধুর স¦প্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সোনার বাংলা গড়ার জন্য সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূল ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ সমাজে ছড়িয়ে দিয়ে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার বর্গের রূহের মাগফিরাত,দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বান্দরবান ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা ক্বারী নুরুল আমিন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031