বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিকতা আছে বলেই পার্বত্য চট্টগ্রামে আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু অপহরণ, খুন, চাঁদাবাজী যতদিন বন্ধ হবে না পার্বত্য অঞ্চলের উন্নয়ন কখনোই তরান্বিত হবে না। তাই এই ধারা অব্যাহত রাখতে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
গতকাল বান্দরবান নতুন পুলিশ ব্যারাক নির্মাণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বালাঘাটা পুলিশ লাইন্স স্কুলের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহবান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ হারুন-অর-রশিদ,পুলিশ সুপার মিজানুর রহমান,বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অর্নিবাণ চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার শম্পা রাণী সাহা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড বান্দরবান ইউনিটের সহকারী প্রকৌশলী নিরঞ্জন নাথ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।
এতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়নে আন্তরিক বলেই আজ পার্বত্য এলাকার প্রতিটি গ্রাম মহল্লায় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আগামীতে অব্যহত থাকবে।