ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের মতো মন্ত্রীর পদমর্যাদা বা স্ট্যাটাস পাওয়াটা ‘মুখ্য বিষয় নয়’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (২৫ জুলাই) দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মেয়র এ মন্তব্য করেন। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাংবাদিক নেতাদের বক্তব্যের সূত্র ধরে মেয়র বলেন, মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্যে। নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারাটা, বিশ্বমানের নগরী উপহার দিতে পারাটাই আমার কাছে বড় স্ট্যাটাস।
এর আগে শুভেচ্ছা বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ঢাকা সিটি করপোরেশনকে দ্বিখণ্ডিত করার পরও দুই মেয়রকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। চট্টগ্রামের মেয়র কেন মন্ত্রীর মর্যাদা পাবেন না! রাষ্ট্র নারায়ণগঞ্জের মেয়রকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে। ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয় না তখন দ্বিধা হয়।
তিনি চট্টগ্রামের মেয়রের এক বছর পূর্তিতে মন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান।
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, চট্টগ্রামের মেয়রকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিতে হবে। এটি চট্টগ্রামবাসীর অধিকার এবং মর্যাদার বিষয়।
ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, চট্টগ্রামের মেয়রের পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদা পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।
সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক এম নাসিরুল হক প্রমুখ বক্তব্য দেন।