॥ মাটিরাঙ্গা সংবাদদাতা ॥ ঈদ উৎসব মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন তৈরী করে মন্তব্য করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, সারাদেশের সাথে তাল মিলিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ের প্রতিটি জনপদের মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ-উল ফিতর উদযাপন করেছে। সম্প্রতীর এ ধারাকে অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
সন্ধ্যায় সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মীর কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, পৌরসভার মেয়র মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল হারুন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।