শিরোনাম
প্রচ্ছদ / রাঙ্গামাটি / রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং সমাবেশ, ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন অপশক্তির কাছে পুলিশ হার মানবেনা–আইজিপি

রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং সমাবেশ, ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন অপশক্তির কাছে পুলিশ হার মানবেনা–আইজিপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় জঙ্গিগোষ্ঠি কোন সন্ত্রাসবাদী অপশক্তির কাছে পুলিশ হার মানবেনা বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম. শহিদুল হক।
শুক্রবার রাতে রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে জঙ্গিরা পালাতে পারেনি। আর দুই জন পুলিশের প্রানের বিনিময়ে শোলাকিয়ায় ঈদ গাহে হাজার হাজার মুসল্লির প্রাণ রক্ষা পেয়েছে। এতে পুলিশের মনোবল আরো বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
জঙ্গিবাদকে এক নম্বর সমস্যা ধরে নিয়ে দেশে জঙ্গি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর কাজ জোরদার করার আহবান জানান তিনি।
সমাবেশে রাঙ্গামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, চট্টগ্রামের ডিআইজি শফিকুল হক, রাঙ্গামাটি জেলা প্রশাসক শামসুল আরেফিন, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

পড়ে দেখুন

কাউখালীতে মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে সকলকেঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে —-দীপংকর তালুকদার এমপি

॥ কাউখালী প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং সংগঠনকে …