॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাময়িকভাবে বহিষ্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
রবিবার (২৪ জুলাই) দুপুরে বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি রাজিক-আল-জিলিকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। বাদী পক্ষে রিটটি শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের নামে দায়েরকৃত কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার অভিযোগে জনস্বার্থে গত ১৬ জুলাই তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাময়িকভাবে বহিস্কার করে প্রজ্ঞাপন জারি করেন। মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে শহিদুল ইসলাম ফরহাদ রিট পিটিশন দায়ের করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, কাল তিনি মাসিক সভা করবেন।