হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৫

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ও সুয়াবিল ইউনিয়নের মাঝামাঝি হালদা নদীর সিদ্ধাশ্রম ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা ১২টার দিকে সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
“এতে পাঁচজন নিঁখোজ রয়েছেন এবং তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।”
স্থানীয় সাংবাদিকরা বলছেন, অতিরিক্ত যাত্রী তোলায় পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও দুই সহোদরসহ পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি।
এরা হলেন- দুই ভাই ইমন (১৮) ও রহিম (১৩) এবং নুরুল ইসলাম (৪০), আরমান (১৮) ও রিজভী (১২)।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031